আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল ৫ জঙ্গি

রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে আটক পাঁচ জঙ্গি সদস্য আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, “এরা জঙ্গি সংগঠন ‘নিউ জেএমবি’ এর সদস্য। সাম্প্রতিক সব বড় জঙ্গি হামলার পেছনে এ সংগঠন জড়িত ছিল বলে আমরা মনে করছি। গতরাতে আটক পাঁচ জঙ্গিও সুইসাইডাল অ্যাটেমপ্টের জন্য ঢাকা এসেছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।”

উল্লেখ্য, নিউ জেএমবিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআ`তুল মুজাহিদীনের (জেএমবি) ভগ্নাংশ বলে গণ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘তামিম-জিয়া ছাড়াও জঙ্গিদের আরো মাস্টারমাইন্ড আছে। তারা গোয়েন্দা নজরদারিতে আছেন। দ্রুত তাদের আটক করা হবে।’

মন্ত্রীর এ বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ জঙ্গিকে আটক করল কাউন্টার টেররিজম ইউনিট।



মন্তব্য চালু নেই