আজ ঢাকা আসছেন আকিব জাভেদ

হিথ স্ট্রিকের বিদায়ের পর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তাকেই একপ্রকার নির্বাচন করে নিয়েছিল ক্রিকেট বোর্ড; কিন্তু পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ বিসিবির প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। জানিয়ে দেন তিনি বাংলাদেশে আসবেন না। অথচ সেই আকিব জাভেদই ছয় দিনের জন্য বোলিং কোচ হিসেবে আজ ঢাকা আসছেন।

স্বল্প সময়ের এই সফরে মোট দশদিন ঢাকায় থাকবেন আকিব জাভেদ। বিসিবি তাকে নিয়োগ দিয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং পরামর্শক হিসেবে। এই দশদিনের মধ্যে এইচপির পেসারদের নিয়ে কাজ করবেন ৭ দিন। শেষ তিনদিন তিনি যোগ দেবেন জাতীয় দলের চলমান ক্যাম্পে। ওই সময় তিনি কাজ করবেন জাতীয় দলের পেসারদের নিয়ে।

উল্লেখ্য, এইচপি ক্যাম্পে মোট ১৬ জন পেসার রয়েছেন। আর বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে রয়েছেন নয়জন পেসার। এর মধ্যে মোস্তাফিজুর রহমানকে ছাড়া বাকি ২৪ জনকে নিয়ে কাজ করবেন আকিব জাভেদ।



মন্তব্য চালু নেই