আইপিএল ম্যাচ ফিক্সিং

আজীবন নিষিদ্ধ মায়াপ্পন-কুন্দ্রা

একজন প্রভাবশালি ক্রিকেট প্রশাসক আইসিসি চেয়ারম্যান এবং সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন। অন্যজন বলিউড কুইন শিল্পাশেঠির স্বামী, রাজ কুন্দ্রা। ক্ষমতা কিংবা জনপ্রিয় ব্যক্তিত্ব, কোনকিছুই বাঁচাতে পারলো না মায়াপ্পন এবং রাজ কুন্দ্রাকে। ভারতীয় সুপ্রিম কোটের বিচারপতি আরএম লোধা কমিটি আজীবনের জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছু থেকে নিষিদ্ধ করেছে এই দু’জনকে।

আইপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে এই দুজনকে দোষী সাব্যস্ত করেছে বিচারপতি লোধা। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন গুরুনাথ মায়াপ্পন। আর রাজ কুন্দ্রা ছিলেন রাজস্থান র‌য়্যালসের কো-ওনার।

রায় ঘোষণা করে বিচারপতি লোধা জানিয়েছেন, শুধু আইপিএল নয়, এমনকি বিসিসিআইও নয়, গোটা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছেন এরা দু’জন।

মায়াপ্পন্ন আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের অন্যতম কর্ণধার। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে সবচেয়ে বেশিবার উচ্চারিত নাম অবশ্য রাজস্থান রয়্যালস। এই দলটির মালিক, বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুদ্রা।



মন্তব্য চালু নেই