আজিজুর রহমান আজিজ -এর কবিতা ‘যদি বলো’

যদি বলো

আজিজুর রহমান আজিজ


যদি বলো ডেকো না
আর কাছে এসোনা
পাশে বসতে বলবোনা
তাহলে আর অই পথে
যাবোনা
ভুলে যাবো পথের ঠিকানা
খুজে আর পাবেনা
হারিয়ে যাবো চিরতরে
তুমি শুধু পিছু ডেকোনা
অকারণে পথের পানে
চেয়ে থেকোনা
শুধু মনে রেখো কান্নাভরা চোখে
আমাকে স্ররন কোরোনা
একাকী বয়ে যাবো্
আমার নি:সঙ্গ বেদনা
ভুলে যেও তোমার সাথে
হয়ে ছিলো আমার চেনাজানা
কোনো এক মধু লগনে
সেসব কথা ভেবে আরবকেদোনা।


কবিতা আবৃত্তি : হাতাশি

আবৃত্তি শুনতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই