আজমির শরিফের মাজারে চাদর পাঠালেন ওবামা

শান্তিতে নোবেল বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হযরত খাজা মঈনুদ্দীন চিসতির মাজারের জন্য একটি চাদর উপহার হিসেবে পাঠিয়েছেন। মাজারটিতে সোমবার থেকে শুরু হওয়া ৮০৩তম ওরস উপলক্ষে তিনি এটি দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।

লাল জমিনের ওপর এমব্রোয়েডারি করা ওই চাদরটি ওই দিনই খাজা মঈনুদ্দীন চিসতির মাজারের ওপর বিছিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মঈনুদ্দীন চিসতির ২৭তম বংশধর হাজি চিশতি।

শুক্রবার সকালে ভারতের আজমীরে অবস্থিত ঐ মাজারে ওবামার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই চাদরটি চিসতি ফাউন্ডেশনের পরিচালক হাজি সৈয়দ সালমান চিসতির কাছে তুলে দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভের্মা। এ ঘটনায় ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন হাজি চিশতি।

এই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশের সরকার প্রধান আজমির শরীফের মাজারের জন্য চাদর দিলেন। এর আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতারা মাজারে চাদর দিয়েছেন।



মন্তব্য চালু নেই