আজব কাণ্ড, এক বানরের বাঁদরামিতে ৩ ঘণ্টা অন্ধকারে গোটা কেনিয়া

আজব কাণ্ড, দুষ্টুমি কারে কয় দেখিয়ে দিল এক বানর। বানরের বাঁদরামিতে ৩ ঘণ্টারও বেশি সময় অন্ধকারে ছিল গোটা দেশ!

মঙ্গলবার বানরটি একটি পাওয়ার স্টেশনের ছাদে উঠে ট্রান্সফরমারের ভেতর পড়ে গেলে গোটা কেনিয়া অন্ধকারে নিমজ্জিত হয়।

বিদ্যুৎ উৎপাদন কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বানর কেনিয়ার মধ্যাঞ্চলের গিতারু পাওয়ার স্টেশনের ছাদে উঠে ট্রান্সফরমারের ওপর পড়ে গিয়ে সেটার ভেতর আটকে যায়।

বলে হয়েছে, এ কারণে স্টেশনের অন্যান্য যন্ত্রপাতি ঠিকমত কাজ করছিল না। ফলে প্ল্যান্টটি থেকে প্রায় ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এতে ওভারলোডের কারণে শেষ পর্যন্ত সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

ট্রান্সফরমারে আটকে পড়া বানরটির ভাগ্যে কি ঘটেছে বিবৃতিতে সে বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া।

কোম্পানির পক্ষ থেকে এ দুর্ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো বিদ্যুৎকেন্দ্রটি বিদ্যুৎবাহী তার দিয়ে ঘেরা রয়েছে।



মন্তব্য চালু নেই