আজকের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি!

অনেক প্রতীক্ষার এশিয়া কাপের ফাইনাল আজ। পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টি আজ মিরপুর স্টেডিয়ামের দিকে। আর আজই কিনা বৃষ্টির শঙ্কা!

খেলা পাগল যেকোনো মানুষই বোঝেন সামান্য বৃষ্টি কিভাবে উল্টে দিতে পারে খেলার ফলাফল। তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমী কোটি মানুষের দৃষ্টি এখন আকাশে। বৃষ্টি নামবে, নাকি নামবে না, সেদিকে তাকিয়ে আছেন তাঁরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, আজ বিকেলের পরে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যে সময় খেলা চলবে, সে সময়ও দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মিরপুরে বৃষ্টি হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আব্দুল মান্নান জানান, এখন যে মৌসুম চলছে সেখানে কিছুটা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুব বেশি হবে না।

আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: এনটিভি অনলাইন



মন্তব্য চালু নেই