আচরণ বলে দেবে আত্মহত্যার প্রবণতা

আত্মহত্যার প্রচেষ্টা চালালে বোঝা যাবে ব্যক্তির আচরণে। এধরণের মানুষের আচরণে এমন কিছু বিষয় থাকে যা নিশ্চিত করে মনের ভেতর লুকিয়ে রাখা আত্মহত্যার বাসনা। আন্তর্জাতিক এক সমীক্ষা শেষে এমনটিই বলছেন বিজ্ঞানীরা।

ইউরোপিয়ান কলেজ অব নিউরো-সাইকো-ফার্মাকোলজির এই সমীক্ষা মূলত আত্মহত্যা-প্রবণ মানুষের আচরণের উপর চালানো হয়। গবেষণার সুবিধার্থে তারা দুই দল মানুষের আচরণের তুলনা করেছেন। একদলের লোক এক বা একাধিক বার আত্মহননের চেষ্টা করেছে, অপরদল বিষণ্ণতার রোগী কিন্তু কখনো আত্মহননের চেষ্টা করেনি।

গবেষকরা বলছেন, বিষণ্ণতায় ভোগা যেসব মানুষ বেপরোয়া গাড়ি চালায়, বাছবিচার করে না যেকোনো কাজের ঝুঁকি নেয় এবং একা থেকে অকারণ পায়চারি করে, তাদের আত্মহননের চেষ্টা চালানোর আশঙ্কা শতকরা ৫০ ভাগ বেশি।

বিজ্ঞানীরা আশা করছেন, গবেষণার এই ফলাফল ব্যবহার করে বিষণ্ণতার চিকিৎসা আরও কার্যকর করা সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর বিশ্বে আট লাখ মানুষ আত্মহত্যা করে এবং ব্যর্থ চেষ্টা চালায় এর বিশ গুন বেশি মানুষ।



মন্তব্য চালু নেই