চট্টগ্রামকে মাঠে নামতে হবে তামিমকে ছাড়াই

আঙুলে চোট নিয়ে ২সপ্তাহ মাঠের বাইরে থাকছেন তামিম

আবারো আঙুলে চোট পেয়েছেন জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। ১৫তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের হয়ে খেলার সময় এ চোট পান তিনি।

এর ফলে আগামী দুসপ্তাহ আর খেলতে পারবেন না তামিম। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামকে মাঠে নামতে হবে তামিমকে ছাড়াই।

রাজশাহীর পেসার শফিউল আলমের একটি বাউন্সার সরাসরি তামিমের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত করে। ফলে সাথে সাথেই মাঠ ছাড়তে হয় তামিমকে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এই আঙুলে চোট পান তামিম। তারপর থেকেই আঙুলের চোটে ভুগছেন এই ওপেনার।

নিজের চোট নিয়ে তামিম ইকবাল বলেন, “শফিউলের লাফিয়ে উঠা একটি বল আমার আঙুলে লাগে। এই আঙুলে আগে থেকেই কিছুটা ব্যথা ছিলো। পরে এক্স-রে করানো হয়েছে। এক্সরে রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন দুসপ্তাহ বিশ্রামে থাকতে।”



মন্তব্য চালু নেই