আগের রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়লেন মেসিদের গোলরক্ষক

শিরোপা ধরে রাখার মিশন মেসিদের। এই ম্যাচে বিশ্বরেকর্ড করেছেন মেসিদের দলের গোলরক্ষক। ম্যাচে জয় পেয়ে টুর্নামেন্টে এগিয়ে গেছে বার্সা। আগের রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়লেন মেসিদের গোলরক্ষক।

এই ম্যাচে রেকর্ড বয় বার্সার গোল-রক্ষক। লা লিগার দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে

জয় পেয়েছে বার্সেলোনা। আর এ ম্যাচে গোলরক্ষক হিসেবে ৫১টি পাস দিয়ে ১০ বছর আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন।

মার্ক-আন্দ্রে টার স্টেগেনের ৫১ পাসের ৮২.৩ শতাংশ ছিল সঠিক পাস। আগের রেকর্ডটি ছিল বার্সার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেসের।

অথচ গত দুই বছরের ক্যারিয়ারে ব্রাভোর জন্য লা লিগায় ম্যাচই খেলতে পারতেন না টার স্টেগেন। এদিন বার্সার ক্যারিয়ারের অষ্টম লিগ ম্যাচ খেলেন। আর চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই স্টেগেন বুঝিয়ে দিলেন বার্সার গোল বারের দায়িত্ব সামলাতে তিনি প্রস্তুত।



মন্তব্য চালু নেই