৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বসুন্ধরার আগুন

রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং মলে বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণ আসেনি। বরং ছয়তলা থেকে আগুন আরো উপরে ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯ ইউনিটি কাজ করছে।

এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতার কারণে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৯-এ।

দুপুরের পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও প্রচুর ধোঁয়ায় চারপাশের এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। একপর্যায়ে পানি শেষ হয়ে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার সহযোগিতায় আবার উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে রাত ৮টা পর্যন্ত আগুন জ্বলছিল।

সকালে ঘটনাস্থলে ছিলেন এমন কয়েকজন কর্মচারী বলেন, আগুন লাগার পর প্রথমে ওই শপিং মলের নিজস্ব বাহিনী দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু অদক্ষতার কারণে তারা সরঞ্জাম ব্যবহার করতে পারেননি। পরে বাধ্য হয়ে তারা ফায়ার সার্ভিসকে ডাকেন। কিন্তু ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।



মন্তব্য চালু নেই