আগামী সপ্তাহ থেকেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড মার্শম্যালো আপডেট

সম্প্রতি গুগল ঘোষণা করল আগামী সপ্তাহ থেকেই শুরু হবে অ্যান্ড্রয়েডের মার্শম্যালো আপডেট অথবা অ্যান্ড্রয়েড ৬.০। সর্বশেষ ঘোষণার পরে আর কোন নতুন ফিচার যুক্ত করা হয়নি গুগলের এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমটিতে।

নিয়ম অনুযায়ী প্রথমেই গুগলের নেক্সাস ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড মার্শম্যালো আপডেট পাবে। তবে নেক্সাস ৪, নেক্সাস ৭(২০১২) এবং নেক্সাস ১০ এ ক্ষেত্রে মার্শম্যালো আপডেট পাচ্ছে না। তবে এবারের নতুন এই আপডেটের সাথে গুগল অসংখ্য নতুন সব ফিচার যুক্ত করেছে। এর মধ্যে গুগলের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট গুগল নাও কে আরও বেশি রেস্পন্সিভ করে তৈরি করা হয়েছে। এতে করে এখন সাধারণ ভাবে করা প্রশ্নও বুঝতে পারবে গুগলের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও থার্ড পার্টি অ্যাপ ডেভেলপাররাও এর সুবিধা নিতে পারবে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে গ্রানুলার পারমিশন সিস্টেম, নেটিভ ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট, ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য ডোজ নামের নতুন ফিচার ইত্যাদি।

জিএসএম এরেনা অবলম্বনে



মন্তব্য চালু নেই