আগামী পাঁচ বছরে দেশের বিদ্যুৎ সক্ষমতা হবে ৩০ হাজার মেগাওয়াট

দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি হয়েছে দাবি করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ২০২১ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা তৈরি হবে।

বুধবার জাতীয় সংসদে একাদশ তম অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা নিয়ে তিনি এ কথা বলেন।

সাজেদা চৌধুরী বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় যে সাফল্য অর্জিত হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেই সম্ভব হয়েছে।

তিনি বলেন, একটি দেশের বাজেট হলো সেই দেশের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে।

সাজেদা চৌধুরী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি বলেন, শিশুমৃত্যু হ্রাস, শিশু বিকাশ, আশ্রয়ন, বিনিয়োগ বিকাশ, ঘরে ঘরে বিদ্যুৎ, একটি বাড়ি একটি খামারসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো বাস্তবয়িত হলে আর্থ-সামাজিক উন্নয়নে এক মাইল ফলক সৃষ্টি হবে।



মন্তব্য চালু নেই