আগামীদিনে প্রেসিডেন্ট পদে আসতে পারেন কোনও হিন্দুও

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এদিনই শেষবারের মতো বারাক ওবামা সাংবাদিক বৈঠক করলেন।
যাওয়ার আগে দেশবাসীর উদ্দেশে তিনি বলে গেলেন, যতদিন আমেরিকায় মেধার কদর থাকবে এবং সবাই সমান অধিকার পাবে ততদিন এদেশে একজন মহিলা প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকছে। শুধু তাই নয়, সম অধিকারের জোরে প্রেসিডেন্ট পদে আসতে পারেন লাতিন আমেরিকার কোনও যোগ্য ব্যক্তি, ইহুদি সম্প্রদায়ের কোনও মানুষ এমনকি হিন্দু সম্প্রদায়ের কোনও ব্যক্তিও।

এদিন ওবামা বলেন, আমেরিকার শক্তিই হল এই সমতা। আগামীদিনে শুধুমাত্র মেধার জোরেই মানুষ উপরে উঠে আসবে। সেই ব্যক্তি কোন জাতের, কোন ধর্মের বা দেশের কোন প্রান্তের তার কোনও গুরুত্ব থাকবে না।

দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বিদায়ী ভাষণে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘হোয়াইট হাউজে আপনাদের উপস্থিতি কাজের মান আরও ভালো করতে সাহায্য করেছে। আমাদের সত্‍ থেকে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।’ ওয়াকিবহাল মহলের অনুমান, এই বক্তব্য আদতে ছিল ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যে যিনি হয়তো আগামীদিনে হোয়াইট হাউজের অন্দরমহল থেকে সংবাদমাধ্যমকে বিতাড়িত করতে পারেন।

আগামীদিনে তিনি কীভাবে সময় কাটাতে চান এই প্রশ্নের উত্তরে ওবামা বলেন, তিনি লেখালেখি শুরু করতে চান।



মন্তব্য চালু নেই