দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সুফি সাধক খানবাহাদুর আহ্ছানউল্লাহ’র বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন

দেশ,জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষা সংস্কারক, সাহিত্যিক, মানবসেবাধর্মী ও আধ্যাত্মবাদী মিশনের প্রবক্তা সুফি সাধক খানবাহাদুর আহ্ছানউল্লাহর (রহ.) ৫১তম তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ।

ওরছ শরীফে’র শেষ দিন গতকাল মঙ্গলবার ফজর বাদ শুরু হয়ে সকাল ১০টার সময় আখেরী মোনাজাত অনুষ্টিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো.আবু সাঈদ (রংপুরী)। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৮,৯,১০ ফেব্রুয়ারি ২০১৫ খ্রি. এবং ২৬,২৭,২৮ মাঘ ১৪২১ বঙ্গাব্দ রোজ-রবিবার, সোমবার ও মঙ্গলবার ঐতিহ্যবাহী নলতা শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফে বার্ষিক উরসের আখেরী মোনাজাতে আগত দেশ বিদেশী মেহমানসহ দেশের শাখা মিশন ও স্থানীয় লক্ষাধিক মানুষ অংশ নেন। এ সময় গোটা এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিম উল্লাহ পরিচালনায় আখেরী মোনাজাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল এক এমপি, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান, ডা.খলিলউল্লাহ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্ছী, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোস্তফা, আব্দুর রহমান, আলহাজ প্রফেসর গোলাম মহিউদ্দিন (কোলকাতা).প্রৌকশলী ডা.কাজী আলী আজম, ড.মাওলনা এ কে এম মাহবুবুর রহমান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মদ, আলহাজ চৌধুরী আমজাদ হোসেন, মুহাম্মদ ইউনুস, মো.মালেকুজ্জামান, আলহাজ মো.আবুল ফজল, মো.শফিকুল আনোয়ার রঞ্জু, মো.এনামুল হক খোকন,অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন প্রমুখ অংশ নেন।

আখেরী মোনাজাতের পূর্বে মাজারে সরকারী চাঁদর পেশ করা হয়। সোমবার ওরছ শরীফ চলাকালে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আলহাজ্ব আবদুস সামাদ, খুলনা বিভাগের ডিআইজি মো.মনির-উজ-জামান, মিশন কর্মকর্তা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল এক এমপি, মিশন কর্মকর্তা ও জেলা পরিষদ প্রশাসক মনসুর অ‏াহমদ, সাতক্ষীরা-৩, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মো. জগলুল হায়দার, অতিরিক্ত ডিআইজি, যুগ্ম-সচিব ও নলতার কৃতি সন্তান মো. আবু মাসুদ, সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর পিপিএম, পুলিশ সুপার পতœী চৌধুরী নুরজাহান মঞ্জুর, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদাচ্ছের হোসেন, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মদ,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এমদাদুল হক শেখ, সহ সরকারী-বে-সরকারী বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও পীর কেবলার হাজার হাজার ভক্ত, সাংবাদিকবৃন্দ তথা নানা শ্রেণি-পেশার মানুষ। আয়োজক কমিটি জানান, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পীর কেবলার হাজার হাজার মেহমান বা ভক্তবৃন্দের থাকা, খাওয়া, এবাদত বন্দেগীর ব্যবস্থাসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বার্ষিক উরস শরীফ সম্পন্নের লক্ষ্যে উরস শরীফের আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদের তত্ত্বাবধানে মিশন কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা রাত-দিন বিরতিহীনভাবে সেবা দিয়েছেন। রাখা হয় কয়েক স্তরের নিরাপত্তা বলয়। উরস শরীফের শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে মিশনের তত্ত্বাবধানে অন্যান্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিদ্যুৎ বিভাগ, সাতক্ষীরা ভিশন, স্কাউটস, রোভার স্কাউটস, আনছার, গ্রাম পুলিশ ও হাজার হাজার স্বেচ্ছাসেবক তৎপর ভূমিকা পালন করে।

পীর কেবলার বার্ষিক উরস শরীফকে কেন্দ্র করে পাক রওজা শরীফ, পীর আম্মার মাজার শরীফ, মাহফিল মাঠ, পীর ভবন, নলতা শরীফ শাহী জামে মসজিদ, মিশন অফিস, গেস্ট হাউস, অসংখ্য গেট, প্রধান প্রধান সড়ক, হৃদয়ে আহ্ছান, ফ্রি মেডিকেল ক্যাম্প, তথ্য ও প্রচার কেন্দ্র, ক্যালেকশন ক্যাম্প, নলতা হাইস্কুল মাঠ, কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে বসা হরেক রকম দোকানপাট, রন্ধনশালা, যানবাহন গ্যারেজ, আগত মেহমানদের অভ্যর্থনা কক্ষ সু-সজ্জিতকরণের নান্দনিক দৃশ্যে নলতা শরীফ এলাকা আকর্ষনীয় স্থানে পরিণত হয়।

এদিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ৩দিন ব্যাপী ৫১তম বার্ষিক উরস শরীফের সফল পরিসমাপ্তি ঘটলো।



মন্তব্য চালু নেই