আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ৮১ তম সাধু সম্মেলন সমাপ্ত

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রবিবার সকাল ৭টায় সাতক্ষীরার তালায় আধ্যাতিœক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৮১তম ৪দিন ব্যাপী ধর্মীয় সাধু সম্মেলন সমাপ্ত হয়েছে। ২৫ মার্চ বুধবার প্রায়াত সাধকের তালার শিবপুরস্থ নিজস্ব বাসভবনে সাধু সম্মেলনটি আনুুষ্ঠানিকভাবে শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫ শতাধিক সাধু ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মানবউন্নয়ন ফাউন্ডেশান, তালা ও পরিবারের পক্ষ থেকে প্রতিবছরই অনুষ্ঠানটি উৎযাপন করা হয়।

প্রায়াত সাধকের পুত্র তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলামের সভাপতিত্বে ৪দিন ব্যাপী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সরকারি, বে-সরকারি, সাংবাদিক, সুধীজন সম্মেলনে অংশ নেন।

পরিবারের পক্ষ থেকে আগত সকল সাধকদের থাকা, খাওয়া ও যাতায়াত খরচের ব্যাবস্থা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধক পৌত্র বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম। আখেরী মোনাজাত পরিচালনা করেন সাধকের পুত্র সাংবাদিক নজরুল ইসলাম। দেশ, জাতি ও প্রায়াত সকল মানুষের জন্য দোয়া করা হয়।



মন্তব্য চালু নেই