আকাশ থেকে খসে পড়েছে ইউনাইটেডের যন্ত্রাংশ!

বাংলাদেশের বেসরকারি বিমান কম্পানি ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের ছত্তিশগড় জেলার রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটে ১৭২ জন যাত্রী রয়েছে। ৭ আগস্ট রাতে হঠাৎ করে সমস্যা দেখা দিলে ঢাকা থেকে মাস্কাটগামী এমডি-৮৩ বিমানটি সেখানে অবতরণ করাতে বাধ্য হন কর্তব্যরত পাইলট।

জানা যায়, সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেডের ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। প্রায় দেড় ঘণ্টা চলার পর এয়ারক্রাফটে সমস্যা দেখা দেয়। তখন বিমানের অবস্থান ছিল মুম্বাইয়ের কাছাকাছি। এরপর পাইলট বিমানটিকে ঘুরিয়ে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে এনে অবতরণ করান।

ইউনাইটেড এয়ারলাইনসের বিমানের জরুরি অবতরণ করা নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। ৮ আগস্ট টাইমস অব ইন্ডিয়া জানায়, ধানক্ষেতে একটি ধাতব বস্তু পাওয়া গেছে। ইউনাইটেড এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সিএএবির অনুমতিক্রমেই যাত্রীদের ফিরিয়ে আনার জন্য এমডি-৮৩ বিমানটি তাঁরা ছত্তিশগড়ে পাঠিয়েছেন। এতে কোনো ত্রুটি নেই।



মন্তব্য চালু নেই