আকস্মিক কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া ৩নং রো রো ঘাট বিচ্ছিন্ন

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : আকস্মিক কালবৈশাখী ঝড়ে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া নৌরুটের শিমুলিয়া ৩নং রো রো ঘাট সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।এ সময় ঝড়ে প্রচন্ড বেগে রো রো পন্টুনের আলাদ (লোহার রশি) ছিঁড়ে পন্টুনে থাকা দুইটি রো রো ফেরী বীরশ্রেষ্ঠ রুহুল আমীন,শাহ আলী ও ডাম্ব ফেরী টাপলোসহ মোট ৩টি ফেরী মাঝপদ্মায় স্রোতে ভেসে যায়।গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বয়ে যাওয়া ঝড়ের কবলে আকষ্মিক এ ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে ৩টি ঘাটের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এ ঘাট দিয়ে ফেরীতে দক্ষিণবঙ্গগামী যানবাহন পারাপার বন্ধ রয়েছে।বাকী দুইটি ঘাট সচল থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিআইডব্লিউটিসি ফেরী কর্তৃপক্ষ ঘাটটি সচল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো: শাজাহান ও আহমেদ আলী জানান,আকষ্মিক কালবৈশাখী ঝড়ের বাতাসের তোড়ে ৩নং রো রো পন্টুনটি ঘাটের সংযোগ সড়ক থেকে রশি ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।এ সময় রো রো পন্টুনটি ৩টি ফেরীসহ ৪০০-৫০০গজ অদূরে মাঝপদ্মায় ভেসে যায়।তাৎক্ষণিকভাবে ফেরী ক্যামেলিয়ায় একটি রেকার ও উদ্ধারকারী টাগ আইটি-৩৯১ দিয়ে পন্টুনটি টেনে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।তবে এ ঘাটটি সচল হতে আরো ৫-৬ঘন্টা লাগতে পারে বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই