আইলা দিবস স্মরণে সাতক্ষীরায় আলোকচিত্র প্রদর্শণী ও মানববন্ধন

আইলা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোকচিত্র প্রদর্শনী ও মানববন্ধনের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১০ টায় স্থানীয় বেসরকারি সংগঠন লিডার্সের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ঘোষণা পত্র পাঠ করেন দেশ আমার সাতক্ষীরার সভাপতি আমিনা বিলকিস ময়না। ঘোষনাপত্রে উপকুলীয় এলাকার বাঁধ মজবুত, জলবায়ু ট্রাষ্টে ফান্ড ও পিপিসিআর ফান্ডের ব্যবহার স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত, বাঁধে অবৈধ পাইপ ও নাইন্টি অপসারন ও উপকুলীয় এলাকায় সকল খালের ইজারা বাতিলসহ ৭দফা দাবী করা হয়। এছাড়া বক্তব্য রাখেন লিডাস‘র নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সাতক্ষীরা প্রথম আলো বন্ধু সভার সভাপতি ভৈরব চন্দ্র সরকার প্রমুখ। পরে শিল্পকলা একাডেমীতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ মে ভয়ংকর আইলা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জনপদকে লন্ড-ভ- করে দিয়েছিল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় ৭৩ জন মানুষ নিহত হন। হাজার হাজার মানুষের ঘর বাড়ী, রাস্তা-ঘাট, গবাদি পশু, দোকান-পাট, ফসলের ক্ষেত সব লন্ড-ভন্ড হয়ে যায়। ভেঙ্গে যায় বেড়ীবাঁধ।



মন্তব্য চালু নেই