আইফোনের জন্য ভার্চুয়াল কি-বোর্ড আনছে গুগল

অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ডিভাইসের জন্য গুগল নতুন একটি কি-বোর্ড অ্যাপস নিয়ে কাজ করছে। এই কি-বোর্ডে থাকবে সহজে রাস্তা এবং বিমানের সময়সূচী জানার সুযোগ। নতুন এই অ্যাপসের ধরণ আগের প্রচলিত কি-বোর্ডের মতোই থাকবে। তবে এই অ্যাপসে বাড়বে টাইপিং গতি

ভার্জের প্রতিবেদনে এই কি-বোর্ড সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। এই কি-বোর্ডের দ্রুত টাইপ ব্যবস্থা রাস্তা অনুসন্ধান করতে সহায়ক হবে। এই অ্যাপসের মাধ্যমে সহজেই জানা যাবে বিমানের শিডিউল। সাধারণভাবে দেখা গেছে ডেস্কটপ কম্পিউটারের চেয়ে মোবাইলে কোন কিছু অনুসন্ধান করার পরিমাণ নগণ্য।

অভ্যন্তরীণ পরীক্ষা শেষে প্রকৃতভাবে কখন এই অ্যাপসটি সবার জন্য উম্মুক্ত হবে এ সম্পর্কে এখনও জানা যায়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এ ব্যাপারে গুগল থেকে জানতে চাওয়ার পর ও কোন উত্তর পাওয়া যায় নি। গুগল আরও একটি বার্তা বিষয়ক অ্যাপস নিয়েও কাজ করছে এক বছরের বেশি সময় ধরে। তবে নতুন কি-বোর্ড অ্যাপসের নিয়ে কাজ করার সংবাদ গুজব কি না! তা নিয়েও অনেক সাইট সন্দেহ প্রকাশ করেছে।



মন্তব্য চালু নেই