আইপিএলে খেলার বিষয়ে যা বললেন মাহমুদউল্লাহ

সোমবার সকাল ১১টায় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করেন, ‘আরপিএসে (রাইজিং পুনে সুপারজায়ান্টস) আসছেন জনসন চার্লস? পুরোটা স্বাধীনতা নিয়ে ব্যাট করতে পারে এমন কাউকেই তো দরকার টপ অর্ডারে। আর ফিনিশারের কাজটা কি মাহমুদউল্লাহ করবেন?’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ বাজে সময় যাচ্ছে রাইজিং পুনে সুপারজায়ান্টসের। আট ম্যাচে ছয়টিতে হার তাদের। একের পর এক বিদেশি ক্রিকেটার ইনজুরির শিকার। প্রথমে কেভিন পিটারসেন। এরপর ফাফ ডু প্লেসিস। সর্বশেষ রোববার ইনজুরির তালিকায় যোগ হলেন মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ। বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামা বাধ্যতামূলক। তাদের শূণ্যতা পূরণে ভালো মানের খেলোয়াড় পাচ্ছে না পুনে।

হার্শা ভোগলের মতে মাহমুদউল্লাহ রিয়াদ পুনের ফিনিশিংয়ের অভাব পূরণ করতে পারবেন। সেজন্য মাহমুদউল্লাহকে দলে দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন জনপ্রিয় এ ক্রিকেট বিশ্লেষক। সোমবার সকালে হার্শা ভোগলের টুইট ছড়িয়ে যাওয়ার পর গুঞ্জন শুরু হয় মাহমুদউল্লাহ রিয়াদ আইপিএলে খেলতে যাচ্ছেন! এ সম্পর্কে অবশ্য কিছুই জানেন না মাহমুদউল্লাহ। শুধুমাত্র হার্শা ভোগলের টুইট দেখেছেন তিনি। সেটাও বন্ধুর পাঠানো স্ক্রিনশট থেকে।

এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,‘টুইটটি দেখেছি। ততোটুকুই। পুনে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি।’ আইপিএলের প্রস্তাব পেলে তাতে রাজী হওয়ার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। তবে এখনই অনেক দূরের চিন্তা করছেন না তিনি।

প্রস্তাব পেলে আইপিএলে খেলতে না যাওয়ার কোনো কারণ নেই। সেখানে খেলতে গেলেও সমস্যা হওয়ার কথা নয়। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে খেলছেন জাতীয় দলের এ ক্রিকেটার। খেলার উপর থাকায় সহজেই মানিয়ে নিতে পারবেন ডানহাতি এ অলরাউন্ডার।



মন্তব্য চালু নেই