আইনের শাসন না থাকায় গণপিটুনির ঘটনা ঘটছে

আইনের শাসন না থাকায় গণপিটুনির মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সাত ডাকাত নিহত হওয়ার পর বেসরকারি টেলিভিশনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, পুলিশকে অভিযোগ করার পর কোনো ব্যবস্থা না নেয়ায় জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে।এটি কোনো ভাবেই কাম্য নয়।এর মধ্য দিয়ে আমাদের সমাজের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি নেতিবাচক চিত্র ফুটে উঠেছে।এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।

কমিশনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা যখন হয়ে যায় তখন তো আর কমিশনের মামলা করার দরকার হয় না। তবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের দেশে আইনের শাসন যে পর্যায়ে থাকা উচিত ছিল আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেখানে আমরা পৌঁছাতে পারিনি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে এ অবস্থা থেকে পরিত্রানের কোনো সুযোগ নেই। আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে।আইন শৃঙ্খলারক্ষাকারী বাহীনিকে আরও সজাগ হতে হবে।



মন্তব্য চালু নেই