আইনী জটিলতা রেখেই মদনে এসটিসি ব্যাংক উদ্বোধন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন শাখার এসটিসি ব্যাংকের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য উপজেলা সমবায় অফিস গত ২৪ নভেম্বর পৌর সদরে মাইকিং করলেও শনিবার ডাকঢোল বাজিয়ে শাহ আবর কমিউনিটি সেন্টারে উক্ত ব্যাংকের শাখা উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল হান্নান শামীম। এসটিসি ব্যাংকের চেয়ারম্যান মির্জা আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ হারেছ, এসটিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়া উদ্দিন নাদের, আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছ প্রমূখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র জানান, ব্যাংক উদ্বোধনের বিষয়টি আমার জানা নেই, মহামান্য হাই কোর্টের রায়ে ব্যাংকের কাগজ পত্রে জটিলতা থাকায় উপজেলা সমবায় কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ খায়রুল আলম জানান, এসটিসি ব্যাংকের কার্যক্রম সমবায় আইন মোতাবেক হচ্ছে কি না যাচাই বাছাই করার জন্য উপজেলা নির্বাহী অফিসার আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি বিষয়টি প্রাথমিক তদন্তে মদনে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার জন্য বৈধতা পাইনি। রোববার লিখিতভাবে প্রতিবেদনটি নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করব। এসটিসি ব্যাংকের চেয়ারম্যান মির্জা আতিকুর রহমান জানান, ব্যাংক পরিচালনা করতে আইনী কোন জটিলতা নেই বলেই শনিবার মদন ব্যাংক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।



মন্তব্য চালু নেই