আইনকে বাধাগ্রস্ত করার দিন শেষ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাপ্রবাহের পর এটা পরিস্কার হয়ে গেছে যে, আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখন আইনকে বাধাগ্রস্ত করার দিন শেষ হয়ে গেছে। তারপরও যদি কেউ আইনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তবে জাতীয় মানবাধিকার কমিশন তার বিপক্ষে গিয়ে দাঁড়াবে।’

বৃহস্পতিবার যশোরে উদ্ধার, প্রত্যাবাসন, একত্রীকরণ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ বিষয়ক একদিনের ওরিয়েন্টেশন সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘রাইটস যশোর’ স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। যশোর জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. মিজানুর রহমান আরও বলেন, ‘এখন অন্যকে গালিগালাজ করা নয়, বরং সুশাসনের দিকে নজর দিতে হবে। কারণ সুশাসনের অভাব ঘটলে মানবাধিকার লঙ্ঘিত হয়। তাই সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে। আর সুশাসন নিশ্চিত করতে কে সরকারি দলের, কে বিরোধী দলের তা বিবেচিত হতে পারে না।’

স্বাগত বক্তব্য দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- যশোর মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম, ঢাকার বিশেষ পুলিশ সুপার মতিউর রহমান, আইন মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তাফিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার আনিসুর রহমান।



মন্তব্য চালু নেই