‘আইটেম’ অপছন্দ ‘স্পেশাল’ মালাইকার

বলিউডে আইটেম সংয়ের রাজ্যত্বে তিনি রানি৷ ‘দিল সে’ থেকে ‘দাবাং’ তাঁর ঠুমকায় নেচেছে সিনেপ্রেমীরা৷ কিন্তু তিনি নিজে আইটেম শব্দটি পছন্দ করেন না৷

কোনওদিনই অভিনয়কে তেমন প্রায়োরিটি দেননি মালাইকা৷ নাচতে ভালোবাসেন, তাই একের পর এক ছবিতে আইটেম সংয়ে নাচেন৷ কিন্তু সে জায়গায় তিনি প্রায় অপ্রতিদ্বন্দ্বী৷ তিনি নায়িকা নন, তবে ছবিতে তিনি থাকলে, তাঁর ভূমিকা নায়কের থেকে কম থাকে না৷ একটা গানের নাচেই ছবিকে তিনি যে গতি দিয়ে দেন, তার তুলনা মেলা ভার৷ তাঁর পথ ধরে ঐশ্বর্য রাই থেকে মাধুরী দীক্ষিতের মতো নায়িকারাও আইটেম সংয়ের নাচে অংশ নিয়েছেন৷

তাঁর নিজের ছেলে কেমনভাবে নেয় সে গানকে? মালাইকা অরোরা খান জানালেন, তাঁর নাচ ছেলেকে তেমনভাবে প্রভাবিত করে না৷ ছেলের কোনও নাচ ভালো লাগলে সে তা জানিয়ে যায়৷নিজের ছেলের প্রসঙ্গে মালাইকা জানালেন,  আরহান এতই ছোট যে, এসব বোঝার মতো জায়গায় সে নেই৷ আইটম সং বা ডান্সকে তিনি খারাপ ভাবেন না৷ তবে সেটাকে কীভাবে প্রচার করা হয়, তা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি৷ ব্যক্তিগতভাবে আইটেম সংয়ের বদলে, তিনি এই ধরনের গানকে ‘স্পেশাল’ সংই বলতে চান৷

নাচের ক্ষেত্রে তাঁকে এখনই কিংবদন্তি হেলেনের সঙ্গে তুলনা করা হয়৷ তবে সে তুলনায় নারাজ মালাইকা৷ আপাতত তাঁকে দেখা যাবে এক রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে৷



মন্তব্য চালু নেই