আইটিইই পাসকৃতদের চাকরিতে অগ্রাধিকার

বাংলাদেশে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সামিনেশন (আইটিইই) পাসকৃতদের জাপানে উচ্চতর প্রশিক্ষণসহ দেশে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সামিনেশন (আইটিইই) পাসকৃতদের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান নজরুল ইসলাম। অনুষ্ঠানে উত্তীর্ণ ২৫ পরিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়। এ পরীক্ষায় অংশ নেয় ১৫৮ জন।

প্রযুক্তি পেশাজীবী ও গ্রাজুয়েটদের জন্য ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সামিনেশন (আইটিইই) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই অভিন্ন পদ্ধতিতে এশিয়ার ১২টি দেশে এই পরীক্ষার অনুষ্ঠিত হয়, যা পারস্পারিকভাবে স্বীকৃত।

সনদ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, ‘আন্তর্জাতিকমানের পরীক্ষায় আমাদের দেশের শিক্ষার্থীরা সফলতা অর্জন করছে যা আমাদের জন্য সাফল্য। যারা আইটিইই পরীক্ষায় পাস করবেন তাদের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে, যাতে তারা অন্যদের প্রশিক্ষণ দিতে পারেন।’

দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে আইটিইই পাসকৃতদের অগ্রাধিকার দেয়ার আহ্বানও জানান আইসিটি সচিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা প্রমুখ।



মন্তব্য চালু নেই