আইএসে যোগ দেয়ার পরিকল্পনা, ৩ তরুণ আটক

ভারতের নাগপুর বিমানবন্দর থেকে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে, এমন সন্দেহে তাদের আটক করে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, তেলেঙ্গানা পুলিশের তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের অ্যান্টি-টেররিজম স্কয়াড (এটিএস) শনিবার ডা. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই তিন তরুণকে গ্রেপ্তার করে। তারা শ্রীনগরগামী একটি বিমানের যাত্রী ছিল।

হায়দরাবাদের ওই তিন তরুণ আফগানিস্তান হয়ে সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার পরিকল্পনা করেছিল বলেও জানায় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে আইএএনএস জানায়, আটক তিন তরুণই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। তারা হায়দরাবাদ থেকে সড়ক পথে নাগপুর পৌঁছায়। সেখান থেকে তারা বিমানে জাম্মু ও কাশ্মীর যাচ্ছিল।

তিন তরুণকে হায়দরাবাদে নিয়ে গিয়ে সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে ওই তিন তরুণের উপর আগে থেকেই গোয়েন্দাদের নজর ছিল।



মন্তব্য চালু নেই