আইএসের ওপর হামলা চালিয়েছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ জঙ্গি বিমানগুলো ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলোর ওপর আঘাত হেনেছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএএম তাদের প্রতিবেদনে জানিয়েছে,অর্থনৈতিক উৎস ধ্বংস করতে দায়েশ (আইএস) নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলোর ওপর হামলা চালিয়েছে। তবে এ অভিযানের লক্ষ্যবস্তু বা স্থান সম্পর্কে কোনো তথ্য খবরে জানানো হয়নি।

খবরে আরো বলা হয়েছে, জর্দানে মোতায়েন সংযুক্ত আরব আমিরাতের জঙ্গি বিমানগুলো অভিযান শেষে নিরাপদে ফিরে এসেছে।

এর আগে ১০ এবং ১২ ফেব্রুয়ারি একই রকমের অভিযান চালানো হয়েছিল। তবে ওই সময়ও হামলার স্থান সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

এদিকে জর্ডানের তথ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, জর্ডানের বিমানঘাটিতে বাহরাইনও আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেতে তাদের জঙ্গি বিমান মোতায়েন করেছে।



মন্তব্য চালু নেই