আইএসবিরোধী যুদ্ধে যোগ দিতে জার্মান মন্ত্রিসভার সায়

সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে জার্মানির যোগ দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মন্ত্রিসভা।

মঙ্গলবার জার্মান মন্ত্রিসভায় পাস হওয়া এই প্রস্তাব পার্লামেন্টের অনুমোদন পেলে জার্মানির টর্নেডো জেট, রিফুয়েলিং এয়ারক্র্যাফট, একটি ফ্রিডট এবং ১২০০ সৈন্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে যোগ দেবে।

জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুনডেসটাগে বুধবার এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

গত ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ফ্রান্সের পক্ষ থেকে অনুরোধ পাওয়ার পর বার্লিনের এই সিদ্ধান্ত এলো। মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।

প্যারিসে গত ১৩ নভেম্বরের হামলায় ১৩০ জন প্রাণ হারিয়েছে। জঙ্গি গ্রুপ ইসলামী স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

গত ২৫ নভেম্বর প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর মের্কেল উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন।



মন্তব্য চালু নেই