আইএমএফে রিজার্ভ কারেন্সির মর্যাদা পেল ইউয়ান

চীনের মুদ্রা ইউয়ানকে এলিট রিজার্ভ কারেন্সির মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জন্য আইএমএফের এ সিদ্ধান্তকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের ডলার, ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ডের সঙ্গে এখন থেকে আন্তর্জাতিক রিজার্ভ অ্যাসেট হিসেবে আইএমএফের মুদ্রা তালিকায় রেনমিনবি হিসেবে পরিচিত চীনের ইউয়ানও ব্যবহৃত হবে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ এ সিদ্ধান্তকে ‘বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়ায় চীনা অর্থনীতির অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করেছেন।

তিনি বলেন, ‘চীনা কর্তৃপক্ষ বিগত বছরগুলোতে তাদের আর্থিক প্রক্রিয়া সংস্কারে যে ব্যাপক অগ্রগতি লাভ করেছে, এটি তার স্বীকৃতি।’

আইএমএফের নির্বাহী বোর্ডের এ সিদ্ধান্তের ফলে মার্কিন ডলার, ইউরো ও জাপানি ইয়েনের মতো বিশ্বের শীর্ষ মুদ্রাগুলোর পাশাপাশি সরকার নিয়ন্ত্রিত ইউয়ানকে প্রতিষ্ঠিত করার চীনা উচ্চাশা সুদৃঢ় হলো।

তথ্যসূত্র : আলজাজিরা



মন্তব্য চালু নেই