অ্যাঙ্গাস ডিটনের অর্থনীতিতে নোবেল জয়

২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আঙ্গাস ডেটন। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নোবেল পুরস্কারের জন্য যুক্তরাজ্যের নাগরিক আঙ্গাস ডেটনের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে, ‘ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে বিশ্লেষণের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।’

নোবেল পাওয়ার সংবাদ পেয়ে ডেটন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘খুবই ভাল লাগছে। কিন্তু অন্ধ আশাবাদী নই। কারণ আমি জানি, বিশ্বের অগণিত মানুষ এখনও দারিদ্র্য ও অন্যান্য সমস্যায় জর্জরিত।’



মন্তব্য চালু নেই