আইএস কব্জা করতে

অস্ত্র-নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন লিবিয়ার

লিবিয়ার ওপর থেকে অস্ত্র-নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসংঘ এ প্রস্তাবে সাড়া দিলে তবেই ইসলামিক স্টেটের বিরুদ্ধে সশস্ত্র পদক্ষেপ গ্রহণ করতে পারবে তারা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আল তানির লিবীয় মন্ত্রী পরিষদের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আল দাইরি জাতিসংঘের প্রতি এ আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়ার হলে এ ‘ভয়াবহ সন্ত্রাসী দলের’ তারা সুসংগঠিত সেনাবাহিনী নামাতে পারবেন। বুধবার মিশর প্রশাসন লিবিয়ার এ দাবির পক্ষে মত দিয়েছে। তাদের ভাষ্য, এমন জরুরী অবস্থায় লিবিয়ার ওপর থেকে অস্ত্র-নিষেধাজ্ঞা তুলে নেয়াটা সময়োপযোগী পদক্ষেপ হবে। বলা হচ্ছে, লিবিয়ার যুদ্ধরত সশস্ত্র দলগুলো আইএসএর পক্ষাবলম্বন করতে পারে। তখন দেশটিতে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে।
সম্প্রতি লিবীয় উপকূলে একুশ মিশরীয় খ্রিস্ট ধর্মাবলম্বীর গলায় ছুরি চালিয়ে হত্যা করে আইএস। এরপরই লিবিয়ার অস্ত্রনিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সামনে চলে আসে। লিবিয়ায় ২০১১ সালের গাদ্দাফির পতনপরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত তীব্র অস্থিতিশীলতা বিরাজ করছে।



মন্তব্য চালু নেই