‘অস্ত্র কিনতে ফেসবুক ব্যবহার করছে জঙ্গিরা’

অস্ত্র কিনতে ফেসবুক ব্যবহার করছে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসহ বিশ্বের অন্য জঙ্গিগোষ্ঠীগুলো। বলা হয়েছে, ফেসবুকসহ অন্য সামাাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র চোরাচালানকারীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছে জঙ্গিরা।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এক অনুসন্ধানী প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অ্যান্টি-এয়ারক্রাফট রকেট, অস্ত্র-গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং কৌশলপত্রও কিনছে আল-কায়েদা এবং আইএস।

ফেসবুকের একটি পেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে দর কষাকষির তথ্য পেয়েছে ডেইলি মিরর। এতে ম্যানপ্যাড কেনার কথা বলা হয়েছে। ম্যানপ্যাড অর্থাৎ মানুষ ব্যবহার করতে পারে- এমন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। এ ধরনের ৬৭ হাজার ডলারের অস্ত্র কেনাবেচার কথা হয়েছে।

অস্ত্র বিক্রির সঙ্গে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী জড়িত। এসব অস্ত্র সহজেই চলে যাচ্ছে আইএসের মতো ভয়ংকর জঙ্গিগোষ্ঠীর হাতে।

ফেসবুক ব্যবহার করা হচ্ছে চাহিদা জানানো এবং জোগান দেওয়ার ক্ষেত্র হিসেবে। বিভিন্ন সময় পোস্ট দেওয়া হচ্ছে ফেসবুকে। যা থেকে প্রয়োজনীয় অস্ত্র কিনে নিচ্ছে জঙ্গিরা।



মন্তব্য চালু নেই