অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার, সাংবাদিকসহ আটক ২

ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় স্থানীয় ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিমসহ তার এক সহযোগীকে বিদেশি পিস্তল গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত অপর সহযোগীর নাম রাসেল (২৫)। শনিবার ভোর রাতে তাদের মাসকান্দা বিসিক শিল্পনগরীর বাসা থেকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, শহরের মাসকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় স্থানীয় ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিমের বাসায় অস্ত্র আছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর পেয়ে ভোর রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ওই সময় বাসার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেস ভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ মো. আব্দুর রশিদ জানান, রাতে মাসকান্দা বিসিক শিল্পনগরীর বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। তারা নিজেদের বিভিন্ন অস্ত্র তৈরিতে পারদর্শী বলে দাবি করেন। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই