অস্ট্রেলিয়ার ফুটবল দলও আসবে না!

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আজকালের মধ্যে বাংলাদেশ সফর বাতিল করতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে দেশটির ইংরেজি দৈনিক সিডনি হেরাল্ডের অনলাইন সংস্করণে। সেই সঙ্গে পত্রিকাটি বলছে, ক্রিকেট সফর বাতিল হলে ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না ফুটবল দলও।

চলতি মাসে অস্ট্রেলিয়ায় অজিদের বিপক্ষে খেলে এসেছে বাংলাদেশ ফুটবল দল। ফিরতি ম্যাচে ১৭ নভেম্বর বাংলাদেশে আসার কথা টিম কাহিলদের।

পত্রিকাটির খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন ক্রিকেট সফরের দিকে নজর রাখছে। এই সফর বাতিল হলে দেশটির ফুটবল ফেডারেশন নিজেদের যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।

দুই টেস্টে খেলতে ২৮ নভেম্বর বাংলাদেশ আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কা দেখিয়ে তারা সফর স্থগিত রেখেছে।

ইতিমধ্যে দেশটির নিরাপত্তা পরিদর্শক দল বাংলাদেশ সফর করেছে। তারা আজ ঢাকা ত্যাগ করেন। দেশে ফিরে স্মিথদের সঙ্গে বৈঠক করে সফরের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট এবং ক্রিকইনফো বলছে, বাংলাদেশ ঘুরে যাওয়ার পর নিরাপত্তা বিভাগের সিদ্ধান্তে কোনো হেরফের হয়নি।

সিডনি হেরাল্ড একধাপ এগিয়ে বলছে, আজকাল সফর বাতিল হতে পারে!



মন্তব্য চালু নেই