অস্কারে যাচ্ছে অজ্ঞাতনামা

একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদের চলচ্চিত্র অজ্ঞাতনামা। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের পক্ষ থেকে সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলেনে এ তথ্য জানান হয়। সংবাদ সম্মেলনে জানান হয়, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জমা পড়েছিল মেহের আফরোজ শাওনের কৃষ্ণপক্ষ, সুমন ধরের দর্পন বিসর্জন, তৌকীর আহমেদের অজ্ঞাতনামা ও রুবায়েত হোসেনের আন্ডার কন্সট্রাকশন।

গত ২১ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ সময়। এ বছর বাছাই প্রক্রিয়ায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৩টি, খনা টকিজ প্রযোজিত একটি চলচ্চিত্র অংশ নেয়। ৯ সদস্যের বাছাই কমিটি গত ২৩ ও ২৫ সেপ্টেম্বর দুদিন ছবিগুলো দেখে সর্বসম্মতভাবে ৮৯তম অস্কার (বিদেশি ভাষা) চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ইমপ্রেস প্রযোজিত তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামাকে মনোনীত করা হয়।



মন্তব্য চালু নেই