অসহায় বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন হ্যাপী

অবহেলিত ও অসহায় বৃদ্ধাদের নিয়ে এবার ভিন্ন কিছু চিন্তা করলেন আলোচিত চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। অসহায় বৃদ্ধাদের নিয়ে তিনি করতে যাচ্ছেন আশ্রয়স্থল। যার নাম দিয়েছেন “হ্যাপী হোমস”। ২০জন বৃদ্ধাকে নিয়ে “হ্যাপী হোমস”-এর যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ১মে ২০১৫। আর এই মুহুর্তে এ প্রতিষ্ঠানের সম্পূর্ণ খরচ বহন করবেন হ্যাপী নিজেই। এ বিষয়ে শুত্রুবার সকালে হ্যাপী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

আওয়ার নিউজ বিডির পাঠকদের জন্য স্ট্যাটাসটি সম্পূর্ণ তুলে ধরা হলো :

হ্যাপী লিখেছেন, “আমি আগামী মে মাসের ১ তারিখ থেকে অসহায় বৃদ্ধাদের জন্য এক আশ্রয়স্থল চালু করছি। তার নাম দিয়েছি “হ্যাপী হোমস” আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে তা দিয়েই খুব ছোট পরিসরে ২০ জনকে দিয়ে শুরু করছি। আল্লাহর কাছে চায় একদিন যেন আমি ২০ হাজার বৃদ্ধাকে আশ্রয় দিতে পারি। আর এখন থেকে মিডিয়া বা সিনেমাতে কাজ করে যা টাকা আয় করব তার পুরো টাকা আমি “হ্যাপী হোমস” এ ব্যয় করব। আর এখন ২০ জনকে নিয়ে এই পথ চলা শুরু করলে বাসা ভাড়া ,তাদের খাওয়া, ঔষধি খরচাবাদ মাসিক ৫০,০০০ টাকার মত খরচ হবে যা আমি একাই চালাতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন । এখন থেকে আমার পারিশ্রমিকের টাকা টা শুধুমাত্র অবহেলিত বৃদ্ধাদের জন্য। আমিন।”

ytjhjhgh



মন্তব্য চালু নেই