অশান্তি বিবির শান্তি সহ্য হয় না : সাহারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অশান্তি বিবি’ আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘তার (খালেদা জিয়া) শান্তি সহ্য হয় না। এজন্যে ঈদের পর তিনি আরেকবার চেষ্টা করবেন অশান্তি করতে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে আমরা মুক্তিযুদ্ধের সন্তান, কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাহারা খাতুন বলেন, ‘বিএনপি ঈদের পর তাদের সঙ্গী জামায়াতকে নিয়ে চোরাগোপ্ত হামলা করবে। মানুষ পুড়িয়ে মারবে। বিএনপির এসব কার্যক্রম দেশের মানুষ পছন্দ করে না।’

‘দেশে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে। তাদের এমন শক্ত হাতে দমন করতে হবে যাতে তারা আর আন্দোলনের নাম করতে না পারে,’ বলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।

‘৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কত বড় ভুল করেছে তারা এখন তা বুঝতে পারছে’- এমন মন্তব্য করে সাহারা খাতুন বলেন, ‘দেশে উন্নয়নমূলক কাজ হচ্ছে। বিএনপির এটা সহ্য হয় না।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিজয় হয়েছে। এরপর ভারতের সঙ্গে আমাদের সমুদ্র বিজয় হয়েছে মামলার মাধ্যমে। আইনগতভাবে বাংলাদেশ সমুদ্র বিজয় করেছে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারণে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এখন ভারতের দালালী করছে। ভারতের দালালী করে তারা সুবিধা নিতে চায়। ঈদের পর আন্তর্জাতিক ষড়যন্ত্র করে ক্ষমতা নিতে চায়।’

বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্র করবেন না। দাঁতভাঙা জবাব দেয়া হবে। উন্নয়নে বাধা দিলে আপনাদের সমূলে উৎপাটন করা হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ‘আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এমএ করিম, আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এনামুল হক কাজল, প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, সংগঠনের নেতা জাহিদুল ইসলাম, নুরুজ্জামান ভুট্টু প্রমুখ।



মন্তব্য চালু নেই