অর্থ সংকটে ইরাকে রেশন কমাচ্ছে জাতিসংঘ

ইরাকের বাস্তুচ্যুত ১৪ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা ৫০ শতাংশ কমিয়েছে জাতিসংঘ। দাতাদের কাছ থেকে অর্থ পেতে দেরি হওয়ায় বিশ্ব খাদ্য প্রকল্প (ডব্লিউএফপি) এটি করেছে বলে শনিবার আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

গত বছরের অক্টোবরে মসুলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। এরপর থেকে এ পর্যন্ত ওই এলাকা থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ পালিয়ে এসেছে।

ডব্লিউএফপির মুখপাত্র ইংগার ম্যারি ভেননিজি জানিয়েছেন, পূর্ণ মাত্রায় খাদ্য সহায়তা দেয়ার জন্য জার্মানি, জাপানসহ অন্য বড় দাতার সঙ্গে কথা বলেছে জাতিসংঘের এই সংস্থাটি।

তিনি বলেন, ‘ আমাদের চলতি মাস থেকেই রেশন কমিয়ে দিতে হবে। মাসিক রেশন ৫০ শতাংশ কমিয়ে দেয়ায় ইরাকের বিভিন্ন স্থানে থাকা ১৪ লাখ লোক সমস্যায় পড়বে।

তিনি জানান, ইতিমধ্যে পূর্ব মসুলে রেশন কমানোর প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যক্তির খাবার পুরো একটি পরিবারের জন্য দেয়া হচ্ছে। আমরা আবার সেখানে ফিরে যেতে চাই।



মন্তব্য চালু নেই