অর্থনীতির রক্তক্ষরণ শুরু হয়েছে : ড. আতিউর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনীতির রক্তক্ষরণ শুরু হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (দ্বিতীয় ব্যাচ) সমাপনী এবং ২০১৫-এর প্রথম ব্যাচের উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘যে মুহূর্তে আমরা সফলতা পেতে শুরু করেছি, সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মুদ্রানীতিতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন ব্যাহত হবে।’

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মো. তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ।

গভর্নর বলেন, ‘আমরা নতুন মুক্তিযুদ্ধ করছি। আর সে যুদ্ধ হলো অর্থনৈতিক যুদ্ধ। বাংলাদেশ ব্যাংক এ যুদ্ধে নিয়োজিত রয়েছে। আমি চেষ্টা করেছি কেন্দ্রীয় ব্যাংককে সনাতন ধারণা থেকে বের করে নতুন ধারায় আনার। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে অনুসরণ করছে। কারণ ব্যাংক নিয়ে আমরা শুধু নিজেরা স্বপ্ন দেখছি না, বিশ্বকে স্বপ্ন দেখাচ্ছি।’

গভর্নর প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘এ প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান-দক্ষতার সঙ্গে মেধা ও নিষ্ঠার সংযোগ ঘটিয়ে তোমরা বাংলাদেশ ব্যাংককে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করবে। দেশের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার সঙ্গে একাত্ম থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করবে।’



মন্তব্য চালু নেই