অভ্যুত্থ্যান চেষ্টার অভিযোগে কারাকাস মেয়র গ্রেপ্তার

মাদুরো সরকারের বিরুদ্ধে সহিংসতার ‘ষড়যন্ত্র’ করার অভিযোগে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ কারাকাসের বাণিজ্যিক এলাকার বাড়ি থেকে মেয়র অ্যান্তেনিও লেডেজিমাকে গ্রেপ্তার করে। তাকে রেমো ভার্দে কারাগারে রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল অফিস জানায় , ৫৯ বছর বয়সী লেডেজিমা সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলন করার প্রস্তুতি নিয়েছিলেন ও অভ্যুত্থান করার ষড়যন্ত্র করেছিলেন।

এর আগে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছিলেন, বিরোধী দলীয় মেয়র মার্কিন সমর্থিত অভ্যুত্থান চেষ্টায় জড়িত আছেন। লিডজিমাকে গ্রেপ্তারের পর মাদুরো বলেন, লেডেজমাকে “দেশের শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে করা সব অপরাধের” জবাব দিতে হবে।

এদিকে মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে মাদুরো বিরোধীরা। সরকার মিথ্যা অভিযোগে বিরোধীদের গ্রেপ্তার করছে বলে তারা দাবি করেন।

যুক্তরাষ্ট্রও লেডেজিমাকে আটকের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, মাদুরো সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে না পেরে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এসব করছেন।



মন্তব্য চালু নেই