অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ

দেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ দ্রুত বেগে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এম মোজাম্মেল হক শুক্রবার বিকেলে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চালাচল বন্ধ থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শনিবার বিকেল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূল অতিক্রম করতে পারে। এজন্য চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর, কক্সবাজার বন্দরকে ৬ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।



মন্তব্য চালু নেই