অভিযুক্তদের সঙ্গে আমার পরিবারের কোনো সম্পর্ক নাই : মায়া

সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের মামলায় অভিযুক্তদের সঙ্গে আমার পরিবারের কোনো সদস্যের কখনোই কোনো যোগাযোগ বা লেনদেন ছিল না।’

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসনিার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন।

চৌধুরী মায়া বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং আমার পরিবারের সন্মানহানি করেছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ তদন্ত কাজ যেন কোনোভাবেই প্রভাবিত না হয়, সেজন্য আমি কোনো রকম মন্তব্য করা থেকে বিরত আছি।’

তদন্তে নিশ্চয়ই প্রকৃত সত্য বেরিয়ে আসবে উল্লেখ করে মায়া বলেন, ‘নিহতদের পরিবারের মতো আমিও প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তি প্রত্যাশা করছি। সেই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।



মন্তব্য চালু নেই