অভিমান আর রাগের মধ্যে পার্থক্য কী?

অভিমান এবং রাগকে আপেক্ষিক অর্থে একই মনে হতে পারে কিন্তু এই দুটির মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। আসুন এই পার্থক্যগুলো সম্পর্কে অবগত হই।

অভিমান এবং রাগের মাঝে পার্থক্য :

– অভিমান এবং রাগের মাঝে সবচেয়ে বড় একটি পার্থক্য হল অভিমান শুধুমাত্র কাছের মানুষের উপরেই করা যায় কিন্তু রাগ যেকোনো ব্যক্তির সাথেই করা যায়।

– অভিমানে লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা, অনুযোগ, প্রাপ্তির আশা, কিছুটা অভিনয়। কিন্তু রাগে থাকে প্রচন্ড ক্ষোভ, অজ্ঞতা, প্রত্যাশা, হিংসা বা প্রতিহিংসা।

– অভিমানে সবকিছু ঠিক হয়ে যাবার আকাঙ্খা থাকে কিন্তু রাগে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা থাকে।

– অভিমানে ভালোবাসা থাকে কিন্তু রাগে ভালোবাসা থাকে না।



মন্তব্য চালু নেই