অভাবে নয়, ভালবাসার টানেই অটো চালান এই মহিলা

এই শহরের রাস্তায় অটোচালকদের দৌরাত্ম্যের কাহিনি প্রায় প্রতিদিনের৷ কখনও চালকের দুর্ব্যবহারের সাক্ষী নিত্যযাত্রীরা, কখনও বেপরোয়া অটোর শিকার পথযাত্রী৷ সাধারণ যাত্রীদের কাছে অটোচালকদের ইমেজই যখন বেশ খলনায়ক প্রকৃতির, তখন কেউ কি স্রেফ ভালবেসেই অটোচালক হতে পারেন? পারেন জেনিফার৷

কে এই জেনিফার? পুদুচেরির মহিলা অটোচালক তিনি৷ মহিলাদের অটো চালানো কোনও নতুন ঘটনা নয় বটে৷ তবে জেনিফারের কাহিনি অন্যদের থেকে একটু আলাদা৷ কারণ অভাবের তাড়নায় নয়, ভালবেসে গত আট বছর ধরে অটো চালাচ্ছেন পুদুচেরির এই মহিলা৷

জেনিফারের কথা সোশাল মিডিয়ার মাধ্যমে সবার নজরে আনেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাঙ্খা দুরেজা৷ নিজের ফ্রেঞ্চ লেনের অফিসে যাওয়ার সময় প্রায়ই তাঁর দেখা হয় জেনিফারের সঙ্গে৷ ইংরাজিতে চোস্ত জেনিফারের কাছে কোনও নামী কোম্পানিতে চাকরি পাওয়া বড় ব্যাপার নয়৷ কিন্তু, তিন চাকার এই বাহনকে ভালবেসেই আট বছর ধরে যাত্রী পারাপার করে চলেছেন তিনি৷ বিয়ে করে সংসার পেতেছেন৷ স্বামীও অটোচালক এবং স্ত্রীর সিদ্ধান্তে তাঁর পাশেই দাঁড়িয়েছেন৷ সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই