অবৈধ সীমান্ত অতিক্রম বন্ধে বিজিবির মতবিনিময় সভা

অবৈধ সীমান্ত অতিক্রম বন্ধ করার নিমিত্তে সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুরে বিজিবির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় চন্দনপুর হাইস্কুল চত্বরে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান। চন্দনপুরের পার্শ্ববর্তী শার্শার কায়বা বিওপির আয়োজনে স্থানীয় সুধি ও জনপ্রতিনিধিদের সাথে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা, ২৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ফারাজী। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল খলিলুর রহমান বলেন, সীমান্তে অবৈধ পারপার যে কোনো মূল্যে রুখতে হবে। মাদকের করাল গ্রাস থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। সীমান্তে মাদক ও নারী-শিশু পাচার বন্ধ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, এ পাচার রুখতে সামাজিকভাবে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মতবিনিময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডা. রমজান আলি, কায়বা বিওপির সুবেদার আলমগীর হোসেন, সমাজসেবক ইছহাক আলি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাবেক সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, এমএ সাজেদ, এসএম ফারুক প্রমুখ।



মন্তব্য চালু নেই