অবৈধভাবে মালয়েশিয়া পাঠালে সাজা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সহযোগিতায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিকে সাজার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৪ উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে তাদের সাজার আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘২০১৩ সালের অভিবাসী আইনে এ বিষয়ে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এ পর্যন্ত ২২ লাখ অভিবাসীর ডাটাবেজ তৈরি করা হয়েছে। বাংলাদেশি শ্রমিক নিতে হলে এই ডাটাবেজ থেকেই নির্বাচন করে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে অভিবাসী শ্রমিকদের স্বজন হিসেবে ২০০ শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।



মন্তব্য চালু নেই