অবিশ্বাস্য সৃষ্টি, সাপের মাথায় রংধনু!

সম্প্রতি গ্রেটার মেকং অঞ্চলে পাওয়া একটি নতুন প্রজাতির একটি সাপ আলোড়ন তুলেছে। লাওসে পাওয়া সাপটির মাথায় রয়েছে রংধনুর সাতটি রঙ।

মেকং নদীর উৎপত্তি তিব্বত অঞ্চলে এবং প্রবাহ চীনের হুনান, মায়ানমার, লাওস, তাইল্যান্ড, কাম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যে দিয়ে। নদীর প্রবাহপথ জুড়েই রয়েছে অসংখ্য বিপন্ন প্রাণীর বাস।

এ অঞ্চলেই সম্প্রতি ১৬৩ রকম নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে নতুন ধরনের তক্ষক, ব্যাঙ, সাপসহ বিভিন্ন ধরনের প্রাণি রয়েছে। আর এখানেই পাওয়া গেছে মাথায় রংধনুরওয়ালা এই সাপটি।



মন্তব্য চালু নেই