অবিশ্বাস্য কীর্তির সাক্ষী হল মিরপুর!

টি-টোয়েন্টি ক্রিকেট তার ইতিহাসের ৫০০-এর বেশি ম্যাচ দেখে ফেলছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচটি হল ইতিহাসের ৫১৬ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

আর এই ম্যাচেই প্রথমবারের মত টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটলো অভাবনীয় এক ঘটনা। এবারই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটের কোন ইনিংসে অতিরিক্ত খাত থেকে কোন রান আসলো না। আর ‘অনন্য’ এই রেকর্ডের কৃতীত্ব অবশ্যই বাংলাদেশি বোলারদের।

টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে করে ১৩০ রান। সরফরাজ খানের ব্যাট থেকে আসে ৪২ বলে সর্বোচ্চ ৫৮ রান। তবে, এই সব কিছু ছাপিয়ে অতিরিক্ত খাত থেকে কোন রান না আসাই হয়ে রইলো ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা।

মিরপুরের দর্শকরাও অবিশ্বাস্য কীর্তির সাক্ষী হয়ে রইলেন!



মন্তব্য চালু নেই