অবিশ্বাস্য ইনিংস, দরকার এক বলে ১২ রান, তাও ম্যাচ জিতল ব্যাটিং টিম (দেখুন ভিডিও)

কথায় বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বিশেষ করে খেলার নাম যদি ক্রিকেট হয়, এই প্রবাদবাক্য আরও বেশি করে খাটে। সত্যিই তো, ক্রিকেট মাঠে হাল ছেড়ে দেওয়া পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ কি কম রয়েছে! বড় রান তাড়া করে জেতার নজির অগুনতি। বিশেষত টি টোয়েন্টি আসার পরে চটকদার ঝোড়ো ইনিংসের সংখ্যা আরও বেড়েছে। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যাচ— বিশ্বের নানা প্রান্তেই ঘটে এমন ঘটনা। কিন্তু তাই বলে ১২ রান। তাও মাত্র ১ বলে! এও কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব বৈকি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটেছিল এমন ঘটনা। ব্যাট করছিলেন আন্দ্রে আ্যাডামস এবং বোলার ছিলেন গ্রেম আলড্রিজ।। ব্যাটিংরত দলের ১ বলে দরকার ছিল ১২ রান। স্বভাবতই হতাশ মুখে মাঠ ছাড়ছিলেন সমর্থকরা। বলা বাহুল্য, হাল ছেড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানও। কিন্তু তখনই যেন ঘটল ম্যাজিক। গ্রেম আচমকা একটা ফুলটস বল করেন, যার উচ্চতা অ্যাডামসের কোমরের উপরে ছিল। ফলত, নো-এর সিগন্যাল দেন আম্পায়ার। এবং সেই বল অ্যাডামসের ব্যাটের কানায় লেগে চার হয়ে যায়। সে দেশের ঘরোয়া লিগের নিয়মানুসারে নো বলের জন্য ২ রান হয়। ফলে ওই বলে ৬ রান পেয়ে যায় অ্যাডামসবাহিনী। তখনও হাতে রয়েছে আরও এক বল। বাকি ৬ রান। এমন সুযোগ সামনে এলে কি হাতছাড়া করা যায়? অ্যাডামসও করেননি। শেষ বলে ছয় হাঁকান এবং টান টান উত্তেজনার মধ্যে জিতে নেন ম্যাচ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই